বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ
নিচের কোনটি সরিসৃপ ও স্তন্যপায়ীর মিশ্র চরিত্রবাহী?
Platypus (প্লাটিপাস) এক ধরনের একটি জীবন্ত জীবাশ্ম । এর কিছু বৈশিষ্ট্য (যেমন-ডিম, রেচন-জননতন্ত্র) সরিসৃপ শ্রেণির মতো, আবার কিছু বৈশিষ্ট্য (যেমন-স্তনগ্রন্থি, লোম) স্তন্যপায়ীর মতো।তাই এটি সরিসৃপ ও স্তন্যপায়ীর সংযোগকারী সূত্র। আবার Archaeopteryx সরিসৃপ এবং পাখির মধ্যে একটি সংযোগকারী সূত্র কারণ এটি পাখি এবং সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“
ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ
গলার ক্রমব্যবহার
গলার দৈর্ঘ্যের প্রকরণ
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।
নব্য-ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টি হতে পারে নিচের কোনটির দ্বারা?
জিন মিউটেশন
জেনেটিক রিকম্বিনেশন
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?