২.৮ দ্রাব্যতা গুণফল ও নীতি

নিচের কোনটি স্বল্প দ্রবণীয় দ্রব? 

Cus(Cu2+) ও (S2) \mathrm{Cus} \rightarrow\left(\mathrm{Cu}^{2+}\right) ~ও~(\mathrm{S}^{2-})

আয়নের সাহায্যে গঠিত। এই আয়ন গুলোর মধ্যকার ee^- এর পরিবর্তন ঘটে না যৌগ গঠনের সময়। যার ফলে এর দ্রাব্যতা শক্তি কমে যায়, ভেঙে আলাদা হতে পারে না।

H₂SO₄ (সালফিউরিক অ্যাসিড)

এটি একটি শক্তিশালী অ্যাসিড এবং পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়। তাই এটি স্বল্প দ্রবণীয় নয়।

Na₂H₂Sb₂O₇ (সোডিয়াম ডাইহাইড্রোজেন আন্টিমনেট)

এটি পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় না, তবে CuS এর তুলনায় তুলনামূলক বেশি দ্রবণীয়।

HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড)

এটি একটি শক্তিশালী অ্যাসিড এবং পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়।

২.৮ দ্রাব্যতা গুণফল ও নীতি টপিকের ওপরে পরীক্ষা দাও