জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি ও গুরুত্ব
বায়োডাইভারসিটির উপাদানসমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হলো এক্স-সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণ গুলো হল-
উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন ,বীজ ব্যাংক, জিন ব্যাংক,চিড়িয়াখানা, নিম্নতাপমাত্রায় সংরক্ষণ, ইন-ভিট্রো সংরক্ষণ, ডিএনএ সংরক্ষণ, পরাগরেণু সংরক্ষণ।