২.৩ কোয়ান্টাম উপশ্তর এর শক্তিক্রম এবং আকৃতি
নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?
ইলেকট্রনের শক্তিস্তরের শক্তিমাত্রা n+ l দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন সবনিম্ন কক্ষপথে প্রবেশ করে। n + l এর মানসমূহ যদি সমান হয় তবে 11 এর মান যেখানে সবচেয়ে কম সেখানে আগে প্রবেশ করবে।
5f শক্তিমান 5+3 = 8; 6d শক্তিমান 6+2=8; 7p শক্তিমান 7+1=8; 8s শক্তিমান 8+0=8 সবগুলো এক হওয়ায় প্রথমে 5f (যেহেতু 5f এ n এর মান সবচেয়ে কম) অরবিটাল প্রবেশ করবে।