বাংলা ভাষার প্রয়োগ -অপপ্রয়োগ (বাক্য শুদ্ধীকরণ)
নিচের কোন বানানটি সঠিক ?
কিছু শুদ্ধ বানান
- সূক্ষ্ম ,
- সাক্ষরতা
- ভৌগোলিক
- নমস্কার
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
(ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:-
(i) দুর্বলবশত তিনি আসতে পারেননি।
(ii) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
(iii) সভায় অনেক ছাত্রগণ এসেছিল।
(iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
(v) বিরাট গরু-ছাগলের হাট।
(vi) দৈন্যতা সবসময় ভালো নয়।
(vii) এটা হচ্ছো ষষঠদশ বার্ষিক সাধারণ সভা।
(viii) চোখে হলুদফুল দেখছি।
অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:-
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকের গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্ম্মের মানেও তাই।
(ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
i. মেয়েটি বেশ বুদ্ধিমান।
ii. সব পাখিরা উড়ে গেল।
iii. 'গীতাঞ্জলী' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ।
iv. তার দু'চোখ অশ্রুজলে ভেসে গেল।
v. অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।
vi. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
vii. তাহারা মাঠে খেলা করছে।
viii. দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।
এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন।
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।' এই বাক্যটিতে কী ধরনের ভুল হয়েছে?