ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন
নিচের কোন ব্যাকটেরিয়াটি গ্রাম পজিটিভ?
ব্যাসিলাস অ্যানথ্রাসিস (Bacillus anthracis)গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া পরীক্ষায় ব্যবহৃত ক্রিস্টাল ভায়োলেট দাগ গ্রহণ করে এবং তারপর অপটিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা গেলে বেগুনি রঙের বলে মনে হয় । এর কারণ হল ব্যাকটেরিয়া কোষের প্রাচীরের পেপ্টিডোগ্লাইকানের পুরু স্তরটি পরীক্ষার বিবর্ণকরণ পর্যায়ে নমুনার বাকি অংশ থেকে ধুয়ে ফেলার পরে দাগটিকে ধরে রাখে।
গ্রাম পজিটিভ - ল্যাকটিক এসিড, ক্লসট্রিডিয়াম, স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, অ্যাকটিনোব্যাকটেরিয়া;
*গ্রাম নেগেটিভ - এনটেরোব্যাকটেরিয়া, সকল সায়ানো ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, ভিব্রিও, ই.কোলাই।