২.৮ দ্রাব্যতা গুণফল ও নীতি

নিচের কোন মিশ্রণে সমআয়ন প্রভাব দেখা যায় না?

HCC 24

সমআয়ন প্রভাব দেখা যায় যখন একটি অস্থিতিশীল লবন বা যৌগ তার ধ্রুবক আয়নের সান্দ্রতা কমাতে অপর একটি দ্রবণের উপাদানের সাথে প্রতিক্রিয়া করে।

যেমন ক্ষেত্রে দেখা যায়:

  • NH4Cl \mathrm{NH}_{4} \mathrm{Cl} NH4OH \mathrm{NH}_{4} \mathrm{OH} এর মিশ্রণ- এ ক্ষেত্রে NH4+ \mathrm{NH}_{4}^{+} আয়ন যোগ হয়ে সমআয়ন প্রভাব সৃষ্টি হয়।

  • H2 S,HCl \mathrm{H}_{2}\mathrm{~S}, \mathrm{HCl} এর মিশ্রণে H+ \mathrm{H}^{+} আয়ন যোগ হয়ে সমআয়ন প্রভাব সৃষ্টি হয়।

  • ZnS;H2 S \mathrm{ZnS} ; \mathrm{H}_{2} \mathrm{~S} এ ক্ষেত্রে S2 \mathrm{S}^{2-} আয়ন যোগ হয়ে সমআয়ন প্রভাব সৃষ্টি হয়।

AgCl \mathrm{AgCl} NaCl \mathrm{NaCl} মিশ্রণে Cl \mathrm{Cl}^{-} আয়ন যোগ হলেও কোনো বিশ্লিষ্টিকরণ বা দ্রবণীয়তা তেমন প্রভাবিত হয় না, কারণ AgCl \mathrm{AgCl} লবণ জমাট আকারে থাকে। তাই এরা সমআয়ন প্রভাব দেখা যায় না। সেই জন্য সঠিক উত্তর হচ্ছে:

AgCl,NaCl \mathrm{AgCl}, \mathrm{NaCl}

২.৮ দ্রাব্যতা গুণফল ও নীতি টপিকের ওপরে পরীক্ষা দাও