৩.৫ মৌলের অক্সাইডের অম্ল ক্ষারক ধর্ম
নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রক্সাইড যৌগ গঠন করে?
সালফার থেকে সালফার ডাই অক্সাইড(SO2) এবং সালফার ট্রাইঅক্সাইড(SO3) তৈরি হয়, যা যথাক্রমে সালফিউরিক এসিড(H2SO4) এবং সালফিউরাস এসিড(H2SO3) গঠন করে। এগুলো অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড হিসেবে কাজ করে।
সালফার বাদেও অন্য একটি মৌল হল ফসফরাস (P)।