৩.১ ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ
নিচের কোন যৌগের ক্ষারীয় মূলকের -অরবিটালে ইলেকট্রন আছে?
সংবিধান পর্যায়ে যেকোনো মৌলের d-অরবিটালে ইলেকট্রন থাকবে যদি তার পারমাণবিক সংখ্যা ধারাবাহিকভাবে 21 (Scandium) এর অধিক হয়। এই ক্ষেত্রে d-অরবিটালে ইলেকট্রন ধাতব ক্রোমিয়াম (Cr) এর যৌগ CrSO4 এর মধ্যে থাকবে কারণ ক্রোমিয়াম একটি d-ব্লক উপাদান যা ট্রানজিশন ধাতুর অন্তর্গত। সাধারণত, ট্রানজিশন ধাতু গুলির ক্ষেত্রে d-অরবিটালে ইলেকট্রন থাকতে পারে।
নিম্নের ইলেক্ট্রন বিন্যাস থেকে Cr(24) সনাক্ত কর।
রেডন (Rn) গ্যাস আবিষ্কার হয় কোন সালে?
হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের বিক্রিয়াগুলাে দেয়া হলাে-
i. H+H→H2
ii. HCl→H++Cl-
iii. H+e→H-
হাইড্রোজেন পরমাণুর উপরের কোন বিক্রিয়া / বিক্রিয়াসমূহ হ্যালােজেনের বিক্রিয়ার সদৃশ?
কোন ধাতুতে 4f অথবা 5f আংশিকভাবে পূর্ণ নয়?