জাবেদা
নিচের বিষয়গুলির কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা উচিত? i) নগদ ক্রয়ের জন্য পরিশোধ ii) আসবার পর বাকিতে ক্রয় iii) বাকিতে জিনিষপত্র বিক্রয় iv) অতিরিক্ত যন্ত্রপাতি বিক্রয় নিচের কোনটি সঠিক ?
সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদায় যে সকল বিষয় অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করা হয় তাহল- (১) বাকীতে সম্পত্তি ক্রয়, (২) বাকীতে অতিরিক্ত/পুরাতন আসবাপত্র/ সম্পত্তি বিক্র (৩) সমাপনী দাখিলা (৪) বিপরীত দাখিলা (৫) সমন্বয় দাখিলা (৬) শেয়ার ইস্যু সংক্রান্ত দাখিলা (৭) প্রারম্ভিক দাখিলা প্রভৃতি ।
অপশন ১. নগদ প্রদান জাবেদা যাবে অর্থাৎ বিশেষ জাবেদা
৩.ক্রয় জাবেদায় যাবে
ভাড়া (খরচ) হিসাবে ৭,৫০০ টাকা ডেবিট জের ছিল। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ২,৫০০ টাকা পরবর্তী বৎসরের সাথে সম্পর্কিত । এই সমন্বয়ের জন্য জাবেদা হবে-
বকেয়া মজুরি খরচ হিসাবভুক্তির জন্য জাবেদা হলো-
একটি মেশিন স্থাপনের জন্য ১০,০০০ টাকা মজুরি খরচ করা হয়, যার জন্য ডেবিট করতে হবে-
একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস হতে সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য ২৫০ টাকা একটি বিল পায়, যা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর কোন জাবেদা লিখনটির প্রয়োজন হবে?