রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল
নিম্নের কোনটিতে সেন্ট্রিওল উপস্থিত ?
কতক শৈবাল, ছত্রাক, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণিকোষে সেন্ট্রিওল থাকে। আদিকোষ, ডায়াটম, ঈস্ট ও আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত। সাধারণত নিউক্লিয়াসের খুব কাছাকাছি এটি অবস্থান করে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। একজোড়া সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোসোম (diplosome) বলে।
নিচের কোন অঙ্গাণুটি কোষে ‘Translation' প্রক্রিয়ার সাথে জড়িত?
উদ্দীপকের "A" অংশটির কাজের ক্ষেত্রে প্রযোজ্য-
প্রোটিন সংশ্লেষণ
প্রোটিন বিপাক ও সাইটোক্রোম উৎপাদন করা
কোষ বিভাজনে কোষপ্লেট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
70S রাইবোসোম পাওয়া যায়-
i. আদিকোষে
ii. মাইটোকন্ড্রিয়ায়
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটি?