রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল

নিম্নের কোনটিতে সেন্ট্রিওল উপস্থিত ?

কতক শৈবাল, ছত্রাক, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণিকোষে সেন্ট্রিওল থাকে। আদিকোষ, ডায়াটম, ঈস্ট ও আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত। সাধারণত নিউক্লিয়াসের খুব কাছাকাছি এটি অবস্থান করে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। একজোড়া সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোসোম (diplosome) বলে।

রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল টপিকের ওপরে পরীক্ষা দাও