প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)

নিম্নের কোনটি ভ্রূণের এক্টোডার্ম থেকে তৈরি হয়?

মাজেদা বেগম ম্যাম

ভ্রূণীয় স্তর

পূর্ণাঙ্গ প্রাণিদেহে পরিণতি

এক্টোডার্ম

- ত্বকের এপিডার্মাল অংশ এবং ত্বকীয় গ্রন্থি, (ঘর্ম গ্রন্থি, তেল

গ্রন্থি, স্তন গ্রন্থি), চুল, পালক, নখ, ক্ষুর, এক ধরনের শিং ও আইশ ৷

-চোখ ও অন্ত:কর্ণ।

- ঠোঁট, জিহবা, পায়ুছিদ্রের অন্তঃআবরণ

-পায়ুর আবরণ ।

• পিটুইটারি গ্রন্থি ও পিনিয়াল গ্রন্থির এপিথেলিয়াম আবরণ,

-বৃক্কের মেডুলা

- দাঁতের এনামেলসহ মৌখিক গহ্বর।

-সমগ্র স্নায়ুতন্ত্র ও কিছু পেশী ।

-চোখের রেটিনা, কর্ণিয়া ও লেন্স এবং অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যারিরিন্থ

মেসোর্ডাম

-অধিকাংশ পেশী; মেদকলা ও অন্যান্য যোজক কলা ।

-ডার্মিস, কয়েক ধরনের আঁইশ ও শিং এবং দাঁতের ডেন্টিন ।

- নটোকর্ড, মেরুদন্ড

-কঙ্কালতন্ত্ৰ ৷

-রক্ত সংবহনতন্ত্র । চোখের বিভিন্ন অংশ

-রেচন- জননতন্ত্রের অধিকাংশ । দেহগহ্বরের অন্ত:প্রাচীর

-সিলোমিক এপিথেলিয়াম, মেসেন্টারি।

-পৌষ্টিক নালীর বহি:স্তর ।

- লসিকা গ্রন্থি ও লসিকা

- ইউস্টেশিয়ান নালী ও মধ্যকর্ণের আবরণ (কখনও কখনও)

-বৃক্কের কর্টেক্স, পাকস্থলি ও অন্ত্রের পেশি কলা

এন্ডোর্ডাম

-পৌষ্টিক নালীর আবরণ ।

-শ্বসনতন্ত্র, থাইরয়েড ও থাইমাস গ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয় - মধ্যকর্ণের আবরণ (কখনও কখনও)

- টনসিল

-রেচন- জননতন্ত্রের কিছু অংশ (কখনও কখনও

-গলবিল, অন্ননালি, পাকস্থলি

প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ) টপিকের ওপরে পরীক্ষা দাও