বাগধারা ও প্রবাদ-প্রবচন
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ-
কতিপয় বাগ্ধারা: অকূল পাথার (ভীষণ বিপদ), অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন), আটকপালে (হতভাগ্য), গোবর গণেশ (মূর্খ), গোঁফ খেজুরে (নিতান্ত অলস), তাসের ঘর (ক্ষণস্থায়ী), ফপর দালালি (অতিরিক্ত চালবাজি)।