ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড
সিমপ্লেক্স মোড (Simplex mode) : এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। কী বোর্ড, মাউস, পেজা সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ-ডুপ্লেক্স মোড (Half-duplex mode) : এই পদ্ধতিতে দুইদিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদাভাবে।
মঈন তার বন্ধুর বাসায় টেলিভিশনে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। ম্যাচ দেখে ফেরার পথে, সে একটি ট্রাক দুর্ঘটনা দেখতে পেল। একজন পুলিশ অফিসার ট্রাকের সামনে দাড়িয়ে মোবাইল ফোনের মতো একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছেন। সেই সময় মঈনের বন্ধু তুহিন তাকে মোবাইল ফোনে কোন দেশ ম্যাচ জিতেছে তা জানতে চায়। মঈন উত্তর দিল জার্মানি।
মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত থাকে কোন ডেটা ট্রান্সমিশনে?
সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লক-ডেটার সাথে থাকে-
i. ব্লক ইনফরমেশন সিগন্যাল
ii. হেডার ইনফরমেশন সিগন্যাল
iii. ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল
নিচের কোনটি সঠিক?