cyber crime

নেটভিত্তিক অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য,গবেষণা বা সম্পাদক কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

প্লেজিয়ারিজমের বিভিন্ন ধরণ রয়েছে, যার মধ্যে রয়েছে:

১.সরাসরি প্লেজিয়ারিজম: অন্যের লেখা হুবহু নকল করা এবং উৎস উল্লেখ না করা।

২.প্যারাফ্রেজিং প্লেজিয়ারিজম: অন্যের লেখার ধারণাগুলো নিজের ভাষায় পুনর্বিন্যাস করা কিন্তু উৎস উল্লেখ না করা।

৩.মোজাইক প্লেজিয়ারিজম: বিভিন্ন উৎস থেকে বিভিন্ন অংশ নকল করে একটি নতুন লেখা তৈরি করা।

৪.স্ব-প্লেজিয়ারিজম: নিজের পূর্ববর্তী লেখার অংশগুলো নতুন লেখায় ব্যবহার করা কিন্তু উৎস উল্লেখ না করা।

cyber crime টপিকের ওপরে পরীক্ষা দাও