বাংলা
প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত নন এমন লোক দিয়ে চুক্তির ভিত্তিতে প্রাতিষ্ঠানিক কাজ করানোকে আউটসোর্সিং বলে এক্ষেত্রে কাজ সম্পাদনে তৃতীয় পক্ষের বা কর্মী বিনিয়োগ কেন্দ্রের সহায়তা নেওয়া হয়। যেমন: কোনো প্রতিষ্ঠানে নিরীপত্তা কর্মী দরকার। এক্ষেত্রে কর্মী বিনিয়োগকারী বা নিরাপত্তা সেবা (Security service) দানকারী প্রতিষ্ঠান Elite Force বা G4S-এর সাথে চক্তি করে নিরাপত্তা কর্মী সংগ্রহ করতে পারে। বিশেষ বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বা স্বল্প মেয়াদের জন্য আউটসোর্সিং কর্মী সংগ্রহের সবচেয়ে উত্তম উৎস।
বকেয়া ধারণার পূর্ণ বাস্তবায়নের জন্য কোন ধরণের দাখিলার প্রয়োজন?
একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় । দোকানটি IFRS অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে । কখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে?
শওকত ওসমান' কার ছদ্মনাম?
নিম্নে বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটি সমন্বিত জাবেদার অন্তর্ভুক্ত নহে-