গৃহ
বালিকা
রাণীকে দেখিয়া আমি হতাশ হইলাম। কারণ বৈঠকখানা দেখিয়া আমি রাণীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা- পরিধানে সামান্য লালপেড়ে বিলাতি ধুতি;
পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না?