টিস্যুকালচার প্রযুক্তি
পরাগধানী কালচারের মাধ্যমে সৃষ্ট গুয়ান-18 কোন ধরনের ফসল?
পুষ্পের পরাগধানী থেকে টিস্যু কালচার পদ্ধতিতে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে পরাগধানী কালচার বা অ্যান্থার কালচার বলে। এ পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদের চারা উৎপাদন করা হয় এবং জেনেটিক গবেষণার জন্য হোমোজাইগাস ব্রিডিং লাইন সৃষ্টি করা হয়। চীন দেশে এ পদ্ধতিতে গুয়ান-18 জাতের ধান ও জিনঘুয়া-1 জাতের গম উৎপাদন করা হয়েছে।
যেসব উদ্ভিদের বীজের জীবনীশক্তি কিছুদিনের মধ্যেই নষ্ট হয় তাদের কোনটি সংরক্ষণ করতে হবে?
টিস্যু কালচারের জনক কে?
বীজ স্বল্পতা এবং বাঁশ গাছের কাণ্ডে মুকুলের অপর্যাপ্ততার কারণে জনাব রফিকুল বাঁশ গাছের কান্ড থেকে বীজের অভাব এবং অপর্যাপ্ত কুঁড়ির কারণে বাণিজ্যিকভাবে বাঁশের চারা উৎপাদন করতে পারে না। একজন উদ্ভিদ বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী তিনি বাঁশের বীজ ও কুড়ি ছাড়াই বিশেষ প্রযুক্তি অনুসরণ করে বাঁশের চারা উৎপাদন শুরু করেন।