৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী

পর্যায় সারণির কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়?

কবীর স্যার,কবীর স্যার

পর্যায় সারণিতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়।

কারণ এই মৌলগুলোর সর্বোচ্চ শক্তিস্তর এ p অরবিটাল থাকে যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6।ফলে এই মৌলগুলো অষ্টক লাভের জন্য 1 বা 2 ইলেকট্রন গ্রহণ, দান, অথবা ভাগ করে সহজেই রাসায়নিক বন্ধন গঠন করতে পারে।

৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী টপিকের ওপরে পরীক্ষা দাও