অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশঃ সম্পদের বন্টন ও গুরুত্ব

‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-

38th BCS

পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরূপ অনেক পলল পাখা দেখা যায়।

অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশঃ সম্পদের বন্টন ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও