এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
পানিথলি বিদ্যমান কোন উদ্ভিদে?
প্রিমুলা
বরফ উদ্ভিদ
লাউ
আঁখ
বরফ উদ্ভিদ বা Mesenembrayanthemum crystallinum উদ্ভিদের ত্বককোষ স্ফীত হয়ে থলির আকার ধারন করে,শীতকালে এর পানি বরফে পরিণত হয়।
মূলের ত্বককে কী বলে?
পিপাকৃতির বায়ুরন্ধ্র পাওয়া যায়-
যে পত্ররন্ধ্রের চতুর্দিকের সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায় তাকে বলে—
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?