অ্যানিলিডা ও মলাস্কা
পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় রফিক সাহেব তার ছেলে জিমিকে পুকুরের কিনারায় একটা শামুককে দেখিয়ে বললো, পুকুরের পানিতে বিদ্যমান আর ও একটি খোলসযুক্ত প্রাণী বাস করে যার দেহে মুক্তা সৃষ্টি হয়।
উদ্দীপক অনুসারে প্রদর্শিত প্রাণিটির পর্ব হলো–
পর্ব Mollusca-র বৈশিষ্ট্য:
১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত,
২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট ।
৩. ম্যান্টল (mantle) নামক পাতলা আবরণে দেহ আবৃত । ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক (shell) গঠিত হয় । সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে ।
৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল (haemocoel)-এ পরিণত হয়েছে ।
৫. পৌষ্টিকনালি প্যাঁচানো; কখনও U আকৃতির । মুখবিবরে কাইটিন (chitin) নির্মিত একটি রেতি-জিহ্বা বা র্যাডুলা (radula) থাকে (Bivalvia ব্যতীত)।
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্র-Q
চিত্র-P
শিক্ষক ক্লাশে এমন কিছু প্রাণীর নাম বললেন, যাদের শিখাকোষ, নেফ্রিডিয়া ও ম্যালপিজিয়ান নালিকা আছে।
প্রাণিজগতে তিনটি পর্বে রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য হলো শিখাকোষ, নেফ্রিডিয়া এবং কক্সাল গ্রন্থি।
নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়?