পদ প্রকরণ

'পুণ্যে মতি হোক'- বাক্যে 'পুণ্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে‌। যেমন- 'পুণ্যে মতি হোক' এখানে 'পুণ্য' শব্দটি বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয়েছে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

পদ প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question