সমাস

‘পুষ্পসৌরভ' কোন সমাস সাধিত?

JU B 21-22 Set-N

ষষ্ঠী তৎপুরুষ : পূর্বপদের ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। উদাহরণ: রাষ্ট্রের পতি = রাষ্ট্রপতি, পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ, গৃহের কর্ত্রী = গৃহকর্ত্রী, সোনার-বাংলা পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা= রাজহাঁস, কবিদের গুরু= কবিগুরু, পুষ্পের অঞ্জলি= পুষ্পাঞ্জলি।

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও