সেই অস্ত্র
পৃথিবীর ইতিহাসে কি আগে থেকেই ছিল?
ট্রয়নগরী - প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত এক শহর। মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারংবার ধ্বংস হয়েছে এই নগরী। যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত এই ট্রয়।
“আমরা হিরোসিমা-নাগাসাকির ব্যথিত আত্মা আমরা শান্তি চাই আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদ আমরা শান্তি চাই ।”
উদ্দীপকের কোন কোন অনুষঙ্গ ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
ট্রয় নগরী কোথায়?
“পাখিরা নীড়ে ঘুমোবে।”- উক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত?