পৃথিবী ও মহাবিশ্ব

পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?

পৃথিবীর জমজ নামে পরিচিত গ্রহ হল শুক্র। এর কারণ হল: আকার ও আকৃতি: শুক্রের আকার ও আকৃতি পৃথিবীর সাথে অনেকটাই মিলে যায়। এটি পৃথিবীর চেয়ে মাত্র ১০% ছোট। গঠন: শুক্রের গঠনও পৃথিবীর সাথে অনেকটা একই রকম। এটিতে লোহার তৈরি কেন্দ্র, শিলাময় आवरण এবং বায়ুমণ্ডল রয়েছে। অবস্থান: শুক্র সূর্য থেকে দ্বিতীয় এবং পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহ।

পৃথিবী ও মহাবিশ্ব টপিকের ওপরে পরীক্ষা দাও