ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র
পৃথিবীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি?
পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো কারণ এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। রুবিক্ষো হলো 'রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ/ অক্সিজিনেজ এনজাইমের অ্যাক্রোনিম (acronym)]। এই এনজাইমের সাহায্যে পৃথিবীতে প্রতি বছর ১০০ বিলিয়ন টন CO2 কার্বোহাইড্রেট-এ রূপান্তরিত হয়।
ধান, কলা, ভুট্টা ও ইক্ষু একবীজপত্রী উদ্ভিদ হলেও শেষোক্ত উদ্ভিদ্বয়ের কার্বন ডাই-অক্সাইড (CO₂) বিজারণের গতিপথ প্রথম দুটি উদ্ভিদ থেকে ভিন্নতর ও উন্নত।
গ্রুপ-P | গ্রুপ-M |
---|---|
C-3 চক্র | ডাইকার্বক্সাইলিক চক্র |
করিম মিয়া তার জমিতে কলা চাষের পাশাপাশি ভুট্টারও চাষ করলেন যদিও উদ্ভিদ দুটিতে কার্বন বিজারণের গতিপথ ভিন্ন।