উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা

পোলার উপগ্রহের আবর্তনকাল কত?

ভূ-স্থির উপগ্রহগুলো ছাড়াও আরও এক ধরনের কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে ভূপৃষ্ঠ থেকে 700–800 km ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উপগ্রহগুলিকে মেরু বা পোলার উপগ্রহ বলে। এই উপগ্রহগুলোর আবর্তনকাল গ্রায় 110 মিনিট। যেহেতু এই উপগ্রগুলো ভূপৃষ্ঠের কাছে অবস্থিত; সুতরাং এগুলোর মাধ্যমে পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে কোনো সংকেত পৌঁছাতে 1100\frac{1}{100} সেকেন্ড সময় লাগে।

উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা টপিকের ওপরে পরীক্ষা দাও