উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতা
পোলার উপগ্রহের আবর্তনকাল কত?
ভূ-স্থির উপগ্রহগুলো ছাড়াও আরও এক ধরনের কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে ভূপৃষ্ঠ থেকে 700–800 km ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উপগ্রহগুলিকে মেরু বা পোলার উপগ্রহ বলে। এই উপগ্রহগুলোর আবর্তনকাল গ্রায় 110 মিনিট। যেহেতু এই উপগ্রগুলো ভূপৃষ্ঠের কাছে অবস্থিত; সুতরাং এগুলোর মাধ্যমে পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে কোনো সংকেত পৌঁছাতে সেকেন্ড সময় লাগে।
ভূ-পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূ-পৃষ্ঠের সমান্তরালে একটি নভােযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা
অনুভব করবে ? পৃথিবীর ব্যাসার্ধ = 6400 km এবং g = 9.8 m s]
If velocity of a satellite is half of escape velocity, then ;distance of the satellite from earth surface will be.
80 kg ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে?
[পৃথিবীর ব্যাসার্ধ 6400 km ও তার ভর 6 × 1021 Ton]
যদি চাঁদ পৃথিবীর কেন্দ্র হতে 384400 km গড় দূরত্বে পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে তাহলে চাঁদের পরিভ্রমণ গতি হবে (পৃথিবীর ভর 6 × 1024 kg) –