প্রতিটি কোডন কত ধরনের অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত প্রদান করে?
জেনেটিক কোড বংশগতির জৈবরাসায়নিক ভিত্তি। নিউক্লিওটাইডের 64টি ত্রয়ী কোড নিয়ে জেনেটিক কোড গঠিত। এসব ত্রয়ী কোডসমূহকে কোডন (codon) বলা হয়। প্রোটিন সংশ্লেষণের সময় তিনটি ব্যতিক্রম (UAA,
UAG ও UGA) ছাড়া প্রতিটি কোডন 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত প্রদান করে।