পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র ও এর হরমোনাল ক্রিয়া
প্রতিটি শুক্রাশয়ের কয়টি আবরণ থাকে?
শুক্রাশয় (Testis): শুক্রাশয় পুরুষ জননতন্ত্রের প্রধান এবং মুখ্য জনন অঙ্গ। পুরুষের দেহগহ্বরের বাইরে দুই উরুর মাঝে অণ্ডকোষের (scrotum) মধ্যে একজোড়া শুক্রাশয় থাকে। ডিম্বাকৃতির প্রতিটি শুক্রাশয়ের ওজন প্রায় ১০-১২ গ্রাম এবং লম্বায় প্রায় ২ ইঞ্চি। প্রতিটি শুক্রাশয় ৩টি আবরণে আবৃত থাকে। বাইরেরটি টিউনিকা ভ্যাজাইনালিস (tunica vaginalis), মাঝেরটি টিউনিকা অ্যালবুজিনিয়া (tunica albugenea) এবং অভ্যন্তরের আবরণটি টিউনিকা ভাস্কুলোসা (tunica vasculosa)। অণ্ডকোষের মধ্যে শুক্ররজ্জু (spermatic cord) দ্বারা শুক্রাশয়দ্বয় ঝুলন্তভাবে অবস্থান করে। প্রতিটি শুক্রাশয় ছোট ছোট খণ্ডাংশে ২-৩টি সূক্ষ্ম পাকানো সুতার মতো
কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ?
নিচের কোন অঙ্গাণু সিমেন গঠনের জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে?
মানব দেহের গ্রন্থি সমূহ সমালি, অনলি কিংবা মিশ্র প্রকৃতির হতে পারে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজের সহায়তা করে থাকে।
★উদ্দীপকের দ্বিতীয় প্রকার গ্রন্থি থেকে নিঃসৃত উপাদানের ক্ষেত্রে যা প্রযোজ্য —
i.রক্তে প্রবাহিত হয়
ii. ভবিষ্যতের জন্য জমা থাকে না
iii. স্বল্প ঘনত্বের কার্যকর নয়
নিচের কোনটি সঠিক?
টেস্টোস্টেরন হরমোনের কাজ হলো-