মাইক্রোস্কোপ ও টেলিস্কোপ
প্রতিফলক দূরবীক্ষণযন্ত্রে যে অভিলক্ষ্য ও অভিনেত্র ব্যবহার করা হয় তা-
প্রতিফলক দূরবীক্ষণযন্ত্রে অবতল দর্পণ ও উত্তল লেন্স অভিলক্ষ্য ও অভিনেত্র হিসাবে ব্যবহার করা হয়।
অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে নভোদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধ্বন ক্ষমতা কোনটি?
সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশি কোনটি ?
পর্যবেক্ষণের জন্য জটিল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে যার লক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে ও । প্রথম বিম্ব লেন্স হতে দূরে এবং চূড়ান্ত বিম্ব চোখের নিকট হতে তৈরি হয়। ক্ষুদে বিজ্ঞানী লেন্স দুটির অবস্থান বিনিময় করে অণুবীক্ষণ যন্ত্র বানিয়ে ক্ষমতার একটি উত্তল লেন্স অভিনেত্রের সাথে যুক্ত করে দাবী করল চূড়ান্ত বিবর্ধন একই এবং চূড়ান্ত বিম্ব নিকট বিন্দুতে আছে।
ঢাকার নিকটস্থ কালিয়াকৈরে অবস্থিত একটি স্যাটেলাইট এন্টেনাকে যদি রেডিও টেলিস্কোপ বানানো হয় , তবে তা-