৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন)

প্রতি 1000g দ্রাবকের মধ্যে কোন দ্রবের এক মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ঐ দ্রবনকে কী বলে?

মোলার দ্রবণ:

প্রতি 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রবীভূত দ্রব্য থাকে।

অন্যভাবে বলতে গেলে, 1 লিটার দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা 1 হয়।

খ) মোলাল দ্রবণ:

প্রতি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রবীভূত দ্রব্যের পরিবর্তে, 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রবীভূত দ্রব্য থাকে।

গ) নরমাল দ্রবণ:

দ্রবীভূত দ্রব্যের 1 (equivalent) প্রতি 1 লিটার দ্রাবকে থাকে।

ঘ) পারসেন্ট দ্রবণ:

দ্রবীভূত দ্রব্যের ওজনের শতাংশ অনুযায়ী দ্রবণের ঘনমাত্রা নির্ধারণ করে।

৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন) টপিকের ওপরে পরীক্ষা দাও