৪.৩ বিক্রিয়া হার, হার ধ্রুবক

প্রথম ক্রম বিক্রিয়া কি?  একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 25% বিক্রিয়া সম্পন্ন করে 30 মিনিটে।  বিক্রিয়াটির হার ধ্রুবক এবং 75% সম্পন্ন হওয়ার সময় নিরূপণ কর।  

CUET 04-05

প্রথম ক্রম বিক্রিয়া : যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা উপর নির্ভর করে বা তার ঘনমাত্রার' প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে।

K=1tlnCOCt=130 minln10075=.0096 min1 আবার, K=1t1lnCoC2t1=1 Kln10025=1.0096×ln4=144.41 min  \begin{array}{l} \mathrm{K}=\frac{1}{\mathrm{t}} \ln \frac{\mathrm{C}_{\mathrm{O}}}{\mathrm{C}_{\mathrm{t}}}=\frac{1}{30 \mathrm{~min}} \ln \frac{100}{75}=.0096 \mathrm{~min}^{-1} \\ \text { আবার, } \mathrm{K}=\frac{1}{\mathrm{t}_{1}} \ln \frac{\mathrm{Co}}{\mathrm{C}_{2}} \Rightarrow \mathrm{t}_{1}=\frac{1}{\mathrm{~K}} \ln \frac{100}{25}=\frac{1}{.0096} \times \ln 4=144.41 \mathrm{~min} \text { } \end{array}

৪.৩ বিক্রিয়া হার, হার ধ্রুবক টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো