৪.৩ বিক্রিয়া হার, হার ধ্রুবক
প্রথম ক্রম বিক্রিয়া কি? একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 25% বিক্রিয়া সম্পন্ন করে 30 মিনিটে। বিক্রিয়াটির হার ধ্রুবক এবং 75% সম্পন্ন হওয়ার সময় নিরূপণ কর।
প্রথম ক্রম বিক্রিয়া : যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা উপর নির্ভর করে বা তার ঘনমাত্রার' প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে।
রাসায়নিক বিক্রিয়ার কোন একটি বিক্রিয়কের ঘনমাত্রা 0.8 mol/L থেকে 0.2 mol/L হতে 2000 সেকেন্ড সময় লাগলে বিক্রিয়াটির গড় হার কত
প্রথম ক্রমের হার ধ্রুবকের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়?
একটি তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু 10s. বিক্রিয়াটি ছিল দ্বিতীয় ক্রম এবং তার প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.2M।বিক্রিয়াটির প্রাথমিক ঘনমাত্রা কত হবে যখন অর্ধায়ু হবে 20s।
বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার হল -
নিচের কোনটি সঠিক?