ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ
প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?
সাধারণত যে সকল ডেটা একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন তাদেরকে প্রাইমারি ডেটা বলে । এ সকল ডাটা প্রাইমারি কী ব্যবহার করে প্রক্রিয়াকরণ করা হয়। তাই প্রতিটি ডেটাকে ইউনিক অর্থাৎ একে অপর থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ID | Name | Address |
---|---|---|
1001 | Anika Azad | Kushtia |
1002 | Shafin Hasan | Dhaka |
1003 | Adnan Jaami | Rangpur |
Table-1
SL | Designation | Address |
---|---|---|
1 | Manager | 40,000 |
2 | Officer | 25,000 |
3 | Accountant | 50,000 |
Table-2
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।
বর্তমানে বিশ্বব্যপী ও জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেজ হচ্ছে-
i. পোস্টগ্রেস
ii. মাইক্রোসফট অ্যাকসেস
iii. এসকিউয়েলাইট নিচের কোনটি সঠিক?