বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
প্রাচীন বাংলায় কোন গোত্রের লোকদের পেশা অধ্যাপনা ছিল?
ময়নামতি:
- কুমিল্লা শহর থেকে ৮ কি. মি. পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- এর পূর্ব নাম রোহিতগিরি ।
- এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল।
- রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির নামানুসারে এর নামকরণ করা হয় ।
- ময়নামতিকে আবার শালবন বিহার ও বলা হয় ।
- ধারণা করা হয় যে খৃষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
- এর আবিস্কার বা খনন কাজ শুরু হয় ১৯৫৫ সালে ।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) পাহাড়পুর (সোমপুর বিহার ) বিহার স্থাপন করেন।
- মহাস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগর পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বিদ্যমান।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাপিডিয়া ।