আচরণের প্রকৃতি ও সহজাত আচরণ (ট্যাক্সিস,রিফ্লেক্স)

প্রাণীর চলার পথের বিভিন্ন চিহ্ন কে মনে রেখে স্মৃতির মাধ্যমে চলাচলকে কি বলে?

আলীম স্যার

নেমোট্যাক্সিস (Mnemotaxis; Gk, meme = স্মৃতি) : এটি কোনো প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান। এসব প্রাণী কোথাও গেলে চলার পথের আশ-পাশের কোনো বস্তুকে চিহ্ন হিসেবে মনে রাখে, ফেরার সময় ওই চিহ্নগুলো মনে করে ফিরে আসে। দুএকটা স্মৃতিচিহ্ন উঠিয়ে নিলে প্রাণীর বাসায় ফেরা অসম্ভব হয়ে পড়ে।

আচরণের প্রকৃতি ও সহজাত আচরণ (ট্যাক্সিস,রিফ্লেক্স) টপিকের ওপরে পরীক্ষা দাও