প্রীতিলতা-সূর্যসেন নেই তাঁরা আর

এমনই সহস্র এসে গেছে বারবার

শাজাহান আর তাঁর মহারাজ্যপাট

অশোকের সাম্রাজ্যের যত ঠাটবাট

কিছুই নাহিকো মহাকালের গ্রাসে

নিঃশেষ সকলেই সময়ের স্রোতে

সময় পারেনি তবু নাম মুছে দিতে

মানুষের মন আজও সে নাম স্মরিছে।

নাম হয় মৃত্যুহীন যদি থাকে কর্ম

কর্ম হলো বেঁচে থাকার অক্ষয় বর্ম।

DIJB 22
এই টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question