‘প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
‘প্রতিদান' শব্দের অর্থ কী?
কবি কার ঘর বাঁধতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
“উদ্দীপকটিতে 'প্রতিদান' কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত করে। হয়নি।"— উক্তিটি বিশ্লেষণ করো।