প্রোগ্রামের সংগঠন

প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কী বলা হয়?

ডিবাগিং (Debugging)

প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা। 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি। সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

প্রোগ্রামের সংগঠন টপিকের ওপরে পরীক্ষা দাও