প্রোগ্রামের সংগঠন

প্রোগ্রামের ভুলকে কী বলে?

প্রোগ্রামের ভুল (Program Bugs)

প্রোগ্রাম তৈরির সময় প্রোগ্রামে কিছু না কিছু ভুল থেকে যায়। প্রোগ্রামের ভুলকে বলে বাগ (Bugs)। ভুল যাতে না থাকে তার জন্য সতর্কভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। এজন্য লক্ষ্য রাখতে হয় প্রোগ্রামে যেন জটিল লজিক গঠন না থাকে এবং ট্রান্সফার অব কন্ট্রোল নির্দেশ কম থাকে। প্রোগ্রামের ভুলকে তিনভাগে ভাগ করা যায়।

প্রোগ্রামের সংগঠন টপিকের ওপরে পরীক্ষা দাও