প্রোগ্রামের সংগঠন

প্রোগ্রাম লিপিবদ্ধকরণের কাজকে বলা হয়-?

প্রোগ্রাম লিপিবদ্ধকরণের কাজকে বলা হয় "কোডিং" (Coding)। কোডিং হল সেই প্রক্রিয়া যেখানে প্রোগ্রামাররা কম্পিউটারের জন্য নির্দিষ্ট একটি প্রোগ্রাম তৈরি করার জন্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোড লিখে। এটি প্রোগ্রামিং নামেও পরিচিত।

প্রোগ্রামের সংগঠন টপিকের ওপরে পরীক্ষা দাও