নিউক্লিয় বিক্রিয়া
ফিউশন বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলো কোন অবস্থায় থাকে?
প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। এটি মূলত পরমাণুর একটি আয়নিত অবস্থা।
দৃশ্যকল্প-১: রেডিয়াজের 1 টি খডড অক্ষত পরমাণু ছিল। এক বূর পর দেখা গেল পরমাণু ক্ষয়াপ্রাপ্ত হয়েছে।
দৃশ্যকল্প-২: 1টি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে 20 টন ইউরেনিয়াম ব্যবহার করে শক্তি উতপাদনের জন্য নিম্নের বিক্রিয়াটি সম্পন্ন হয়য়।
শক্তি যেখানে আপেক্ষিক পরমাণবিক
ভরগুলো হলো amu ও
একজন বিজ্ঞানী একটি নিউক্লিয় চুল্লিতে 50MW ক্ষমতা উৎপাদনের লক্ষ্যে প্রতি বছর 21kg প্লুটোনিয়াম ব্যবহার করেন ।
নিউক্লিয়াসের নাম | ভর (amu) |
---|---|
Pu-239 | 239.052163400 |
Xe-134 | 133.905394460 |
Zr-103 | 102.926599606 |
নিউট্রন | 1.00866530000 |
2713Al + 42He→ 3014 Si + ( ) নিউক্লীয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি হলো-
একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা নিঃসরণ করে ও দুটি আলফা কণায় পরিণত হয়।আদি নিউক্লিয়াসের A এবং Z ছিল-