ফেব্রুয়ারি ১৯৬৯
"ফেব্রুয়ারি ১৯৬৯” শীর্ষক কবিতাটি কবি শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। "ফেব্রুয়ারি ১৯৬৯" দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।
'চতুর্দিকে' মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. শাসকের অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
প্রতিদিন স্কুলে যাওয়ার পথেই রুমার নজর পড়ে আম গাছটির দিকে। ওদিকে তাকাতেই তার মনে পড়ে তার প্রতিবাদী বুবুর কথা। কেননা ঐ গাছটাতেই বুবু রীণার গলায় দড়ি দেয়া লাশ পাওয়া গিয়েছিল। কয়েকটা বখাটে যুবক তাকে প্রায়ই বিরক্ত করত। তাই একদিন সে প্রতিবাদ করেছিল এবং জুতা দেখিয়েছিল। সেই কারণে পরের দিনই তার প্রতিবাদী বুবু রীণার লাশ ঐ গাছটাতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কে শূন্যে ফ্লাগ তোলে?
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,
লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি,
একুশ তুমি বাংলার মানুষের হৃদয়ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা,
রক্ত ঝরাল, সালাম, বরকত, রফিক, শফিক জব্বার,
বায়ান্নর সেই করুণ কাহিনি মনে পড়ে বরাবর,
স্মৃতির পাতায় ভেসে ওঠে সে বিষণ্ণ দিনের কথা..
যত ভাবি ততই যেন মনে পাই বড়ো ব্যথা।