ফেব্রুয়ারি ১৯৬৯
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'অবিনাশী বর্ণমালা' কীসের প্রতীক?
'অবিনাশী বর্ণমালা' দ্বারা তৎকালীন বৈরী পরিবেশে শহিদের আত্মত্যাগ , প্রতিবাদ এবং চেতনার জাগরণের দিকটিকে বোঝানো হয়।
'চতুর্দিকে' মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. শাসকের অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষাশহিদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে?
কৃষ্ণচূড়ার বিপরীত রং কী আনে?
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?