ম্যাক্রোফেজ,নিইট্রোফিলস ও ফ্যাগোসাইটোসিস

ফ্যাগোসোম কোন কোষ অঙ্গাণুটির সাথে একত্রিত হয় জীবানু ধ্বংস করে?

পারভীন খানম ম্যাম

ফ্যাগোজোম সৃষ্টি (Formation of Phagosome) : অণুজীব ভক্ষণের উদ্দেশে ফ্যাগোসাইট ক্ষণপদ বের করে ব্যাকটেরিয়াকে চারদিক থেকে ঘিরে ধরে এবং ক্ষণপদের মাঝে সৃষ্ট গহ্বরে আবদ্ধ করে । দুদিক থেকে আসা ক্ষণপদের অগ্রভাগ আরো এগিয়ে পরস্পর একীভূত হয়। এভাবে সৃষ্ট ঝিল্লিবেষ্টিত থলিকাটি ফ্যাগোজোম নামে পরিচিত। ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমে অবস্থিত অ্যাকটিন ও অন্যান্য সঙ্কোচনশীল তন্তু ফ্যাগোজোমের চতুর্দিক ঘিরে রাখে।এসব তন্তুর সঙ্কোচনে ফ্যাগোসাইটের ঝিল্লি থেকে ফ্যাগোজোম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমের অভ্যন্তরে ঝিল্লিবেষ্টিত থলিকার মতো চালিত হয় ।

ম্যাক্রোফেজ,নিইট্রোফিলস ও ফ্যাগোসাইটোসিস টপিকের ওপরে পরীক্ষা দাও