বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন
তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাঁহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য, লেখকের পক্ষে অবনতিকর।
কমলাকান্তের জবানবন্দি' কোন ধরনের রচনা?
সরলতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সব অলংকারের শ্রেষ্ঠ অলংকার,
বলেছেন। কারণ-
i. পাঠক সহজে লেখা বুঝতে পারে
ii. লেখকের লেখা বুঝতে পারাই লেখার সার্থকতা
iii. লেখা দুর্বোধ্য হলে তার সৌন্দর্য হারায়
নিচের কোনটি সঠিক?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা নয়-
কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা?