বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্রের মতে, কোনটি লেখকের পক্ষে অবনতির?

তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাঁহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য, লেখকের পক্ষে অবনতিকর।

বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন টপিকের ওপরে পরীক্ষা দাও