গ্যাস সূত্রাবলি

বয়েলের সূত্র কোন প্রক্রিয়া মেনে চলে? 

•বয়েল →সমোষ্ণ (আইসো থার্ম)

•চার্লস →সমচাপ (আইসো বার)

•গে লুসাক→ সমআয়তন (আইসোকোর)

গ্যাস সূত্রাবলি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

30° তাপমাত্রায় 0.1 m³ আয়তনের তিন মোল ভরের গ্যাসসহ একটি বেলুন এবং একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশে হতে পৃষ্ঠে আসার সময় পানির উপরিতল হতে 10m গভীরতায় বেলুনটি ফেটে গেল কিন্তু বুদবুদটি পৃষ্ঠে পৌঁছল। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 1 m³, বায়ুমণ্ডলীয় চাপ 105Nm210^{5} Nm^{-2} এবং তাপমাত্রা সর্বত্র সমান।

25C 25^{\circ} \mathrm{C} তাপমাত্রা ও 12 atm 12 \mathrm{~atm} চাপে 1.5 L 1.5 \mathrm{~L} আয়তনের পাত্রে রাখা কোনো গ্যাসের ভর 23.2 g 23.2 \mathrm{~g} হলে গ্যাসের আণবিক ভর-

একটি বায়ুপূর্ণ গ্যাস বেলুনকে একটি হ্রদের 40.81 m 40.81 \mathrm{~m} গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 litre আয়তন ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনে আরও 1 litre বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 105Nm2 10^{5} \mathrm{Nm}^{-2} এবং বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 litre।

'PV' রাশিটি গ‍্যাসের ক্ষেত্রে নির্দেশ করে?