এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ

বরফ উদ্ভিদে কোন এপিডার্মাল উপাঙ্গ দেখা যায়?

এপিডার্মাল উপাঙ্গসমূহঃ

i. রোম (Hairs)

ii . গ্রন্থিরোম বা কোলেটারস (Glandular hairs or Collcters)

iii. দংশনরোম (Stinging hairs) 

iv. পানিথলি (Water bladder) 

v. শঙ্ক (Scales)

এপিডার্মিস বা ত্বক হতে উদগত উপাঙ্গকে এপিডার্মাল উপাঙ্গ বলে। এগুলো উদ্ভিদকে তৃণভোজী প্রাণীর কবল হতে রক্ষা করে। নিম্নে কয়েকটি উপাঙ্গের বর্ণনা দেয়া হলো :-

(i) রোম বা ট্রাইকোম (Hair or trichome) :  এরা এককোষী বা বহুকোষী এবং সরল বা গুচ্ছাকার হতে পারে। মূলরোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সবক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। কাণ্ডরোম সাধারণত বহুকোষী এবং সর্বদা কিউটিকলযুক্ত হয়ে থাকে। যেসব উদ্ভিদে বা অঙ্গে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে সে সব উদ্ভিদে বা অঙ্গে পেরিডার্মও ত্বকীয় টিস্যুর অন্তর্ভুক্ত ধরা হয়।

(ii) শল্ক (Scales) : পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। এরা প্রস্বেদনের হার কমায়।

(iii) গ্রন্থিরোম বা কোলেটার্স (Grandular hairs or Colleters) : বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। কোলেটার্স এক ধরনের চকচকে আঁঠালো পদার্থে পূর্ণ থাকে।

(iv) থলি (Bladder) : বিশেষ ধরনের এক প্রকার পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে বরফ উদ্ভিদ নামে পরিচিত Mesembrayanthemum crystallinum-এর ত্বককোষ স্ফীত থলির আকার ধারণ করে। শীতকালে এ পানি বরফে পরিণত হয়। 

পানি থলি (Water bladder) : বিশেষ ধরনের এক প্রকার

পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। বরফ উদ্ভিদ নামে

পরিচিত Mesembrayanthemum crystallinum-এর ত্বককোষ স্ফীত

থলির আকার ধারণ করে । শীতকালে এ পানি বরফে পরিণত হয় ।

এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও