বিশ্বগ্রামের ধারনা
বর্তমানে প্রায় সব খবরের কাগজ কী প্রকাশ করেছে?
1️⃣ অনলাইন ভার্সন (Online Version) → ✅ সংবাদপত্রগুলোর নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে প্রতিদিনের সংবাদ প্রকাশিত হয়।
2️⃣ আপডেট নিউজ সার্ভিস (Updated News Service) → ✅ ব্রেকিং নিউজ, লাইভ আপডেট ও নোটিফিকেশন পাঠানো হয়।
3️⃣ ই-পেপার (E-Paper) → ✅ কাগজের মতো ডিজিটাল সংস্করণ, যা অনলাইনে পড়া যায়।
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?
অর্থদন্ডে দন্ডিত হয়েছে এমন সফটওয়্যার কোম্পানি-
i) আমাজন
ii) গুগল
iii) ফেসবুক
নিচের কোনটি সঠিক?