কাজ

বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কৃতকাজ সম্পন্ন হবে?

তপন স্যার

বলের দ্বারা কাজের ক্ষেত্রে 00<90 0^{\circ} \leq 0<90^{\circ}

কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

অদ্রির মতে-

  1. কোন বল দ্বারা কৃতকাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল নয় 

  2. বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি নয়গুণ হয়ে যাবে 

  3. নির্দিষ্ট পরিমান কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক 

নিচের কোনটি সঠিক?

25N বল কোনো স্প্রিংকে টেনে 10cm বদ্ধি করে। 8cm প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হবে?

একটি সুতার সাহায্যে 2 kg2\ kg ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে 2.2 m/s22.2\ m/s^2 সমত্বরণে 5 m5\ m উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো।

একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 m ও ব্যাসার্ধ 1 m। কুয়াটি পানিশূন্য করার জন্য 6 HP একটি পাম্প লাগানো হল। অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আরও একটি পাম্প লাগানো হল।